৪-০ গোলে জয়, সেমির পথে বার্সা

বরুসিয়া ডর্টমুন্ডকে এবার পাত্তাই দেয়নি বার্সেলোনা। বুধবার (৯ এপ্রিল) ঘরের মাঠে রবের্ত লেভান্দোভস্কির জোড়া গোলের সঙ্গে রাফিনিয়া ও লামিনে ইয়ামালের লক্ষ্যভেদে ৪-০'তে জয়োৎসব করে কাতালান জায়ান্টরা। আগামী মঙ্গলবার ডর্টমুন্ডের মাঠে হবে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ।
নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বেও দেখা হয়েছিলো এই দুই দলের। গত ১১ ডিসেম্বর ডর্টমুন্ডের মাঠে ৩-২ গোলে জয় পাওয়া বার্সা এবার অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই চেপে ধরে জার্মান ক্লাবটিকে।
ইয়ামাল, রাফিনিয়া, লেভান্দোভস্কিরা তিনটি দারুণ সুযোগ নষ্ট করার পর ২৫ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। পাউ কুবার্সির শট গোলরক্ষকের হাতে লেগে বল জালে যাওয়ার পথে পা ছুঁয়ে গোল নিজের বরে নেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্দোভস্কি। ৪৮ মিনিটে ইয়ামালের ক্রস থেকে রাফিনিয়ার হেডে ক্রসবারের নীচ থেকে কাজ সারেন পোলিশ স্ট্রাইকার। ৬৩ মিনিটে ফের্মিন লোপেসের গতিময় শট পোস্টে লেগে বেরিয়ে যায়। দুই মিনিট পর এই তরুণ মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন লেভান্দোভস্কি।
চলতি আসরে এটি তার একাদশ আর বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৯তম গোল। বার্সা এরপর রক্ষণে মনোযোগ দিলেও ৭৭ মিনিটে চতুর্থ ও শেষ গোল তুলে নেয়। রাফিনিয়ার পাস থেকে গোলদাতা তরুণ ইয়ামাল।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: