নারী ক্রিকেট বিশ্বকাপে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশনের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই।
এর আগে পাকিস্তানে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে নিগার সুলতানার দল। তাই প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা।
নারী চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থানে থাকায় বাছাই পর্বে খেলবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। এছাড়া র্যাংকিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড ও থাইল্যান্ডও বাছাই পর্ব খেলবে।
নিগার সুলতানার অধিনায়কত্বে বাংলাদেশ একাদশে আছেন, ফারজানা হক, শারমিন আকতার, সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আকতার, জান্নাতুল ফেরদৌস ও মারুফা আকতার।
গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ১৩ এপ্রিল নামবে বাংলাদেশ নারী দল।
এরপর ১৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয়, ১৭ এপ্রিল লাহোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ এবং ১৯ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।
বিভি/এআই
মন্তব্য করুন: