মেসি জাদুতে সেমিফাইনালে ইন্টার মায়ামি

‘মেসি জাদুতে’ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। আজ ঘরের মাঠে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে আর্জেন্টাইন ফুটবল মহাতারকার জোড়া গোলে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ২-১'এ জেতে ফ্লোরিডার ক্লাবটি।
লস অ্যাঞ্জেলেস এফসির মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ১-০ গোলে হেরে যাওয়ায় ফিরতি লেগ জয়ের বিকল্প ছিলো না মায়ামির। কিন্তু, ঘরের মাঠে বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচে নবম মিনিটে গোল হজম করে দুই লেগ মিলিয়ে ২-০'তে পিছিয়ে পড়ে মেসির দল। ৩৫ মিনিটে মেসি গোল শোধ দিয়ে দুই লেগের ব্যবধানে ২-১'এ কমিয়ে আনেন। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ-পায়ের 'ট্রেড মার্ক' শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।
৬১ মিনিটে নোয়াহ অ্যালেনের গোলে লিড নেয় মায়ামি। গোলটা অবশ্য তালগোলে পেয়ে যায় স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকলেও অ্যাওয়ে গোলের নিয়মে তখন অতিথি দলই এগিয়ে ছিলো। ৬৭ মিনিটে মেসির পাস থেকে লুইস সুয়ারেস প্রতিপক্ষের জালে বল পাঠান। তবে, অফসাইডের কারণে গোল মেলেনি। হতাশ না হয়ে মায়ামি এরপর আক্রমণের পর আক্রমণ শানিয়ে যায়। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান খেলোয়াড় মার্লনের ভুলে পাওয়া পেনাল্টিতে মেসি গোল করে ৩-১ লিড এনে দেন দলকে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোল অগ্রগামিতায় সেমির টিকেট নেয় মেসিরা।
মন্তব্য করুন: