জ্যোতির সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর এতেই ইতিহাস গড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি ও শারমিন আক্তারের ৯৪ রানের অপরাজিত ইনিংসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে তারা।
প্রমিলা ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানের লাহোরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন থাইল্যান্ডের অধিনায়ক নারুইমল চাইওয়াই। সিদ্ধান্তটি যে কতটা আত্মঘাতী ছিল তা দ্রুতই টের পায় দল। যদিও শুরুতে বাংলাদেশের ইশমা তানজিমের উইকেট শিকার করে ফেলেন অন্নিচা কামচমফু।
তবে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার ফারজানা হক ও শারমিন আক্তার। ৮২ বলে ৫৩ রান করে ফারজানা বিদায় নিলে ভাঙে দুজনের ১০৪ রানের পার্টনারশিপ। শারমিন এবার জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে। প্রথম পর্বের খেলায় থাইল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৭১ রান জড়ো করেছে বাঘিনীরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: