• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হেরেও সেমিফাইনালে চেলসি

প্রকাশিত: ১২:২৬, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
হেরেও সেমিফাইনালে চেলসি

ঘরের মাঠে পোলিশ ক্লাব লেজিয়া ওয়ার্শার কাছে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ২-১ গোলে হেরেছে চেলসি। তবে প্রতিপক্ষের মাঠে ৩-০'তে জয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ গোল অগ্রগামিতায় ইংলিশ জায়ান্টরাই উঠে গেছে উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে। 

ইউরোপিয়ান ফুটবলে তৃতীয় সারির এই ক্লাব আসরে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৩-০ গোলে জেতায় বাড়তি চাপ ছাড়াই ফিরতি লেগ খেলতে নামে চেলসি। কিন্তু স্টামফোর্ড ব্রিজের পরিচিত আঙ্গিনায় দশম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পেনাল্টিতে সফল স্পট কিক নেনে লেজিয়ার চেক স্ট্রাইকার টমাস পেকহার্ট। গোল শোধ দিতে মরিয়া স্বাগতিকরা ৩৩ মিনিটে সফল হয়। গোল শোধ দিয়ে আক্রমণে ধার বাড়ায় পোলিশ ক্লাবটি। পাল্টা আক্রমণে জবাব দিতে থাকে চেলসি। বিরতির ঠিক আগে প্রতিপক্ষের জালে বল পাঠান প্রথম লেগের জোড়া গোলদাতা ননি মাদুয়েকে। অফসাইডের কারণে গোল মেলেনি। দ্বিতীয়ার্ধেও আক্রমণে খেলা শুরু করে অতিথি দল। ৫৩  মিনিটে ফরাসি ডিফেন্ডার স্টিভ কাপুয়াদির গোলে ফের এগিয়ে যায় তারা। 

দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে পিছিয়ে থাকা লেজিয়া বাকি সময়ে আক্রমণে থেকেও ব্যবধান কমাতে পারেনি। শেষ চারে সুইডিশ ক্লাব জুর্গাডেন্স আইএফ-এর বিপক্ষে লড়বে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2