নারী বিশ্বকাপ বাছাই ক্রিকেট
পাকিস্তানকে ১৭৯ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ছবি: আইসিসি এক্স অ্যাকাউন্ট
বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলার সুযোগ পেতে পাকিস্তানকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুর বিপর্যয় কাটিয়ে টাইগ্রেসরা ৯ উইকেটে করেছে ১৭৮ রান।
টস জিতে ব্যাটিংয়ের শুরুটা যদিও ভালো হয়নি বাংলাদেশের। ২১ রানে সাঁজঘরে ফেরেন তিন ব্যাটার। শারমিন আক্তার ও রিতু মনি বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেন। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৪৪ রান। ২৪ রান করে সাঁজঘরে ফেরেন শারমিন আক্তার। চতুর্থ উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে ৪৪ রান যোগ করেন রিতু। ১৯ রান করে সাঁজঘরে ফেরেন নাহিদা। অল্পের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হয়েছেন রিতু। ৪৮ রান করে ফেরেন তিনি। একপ্রান্তে ফাহিমা খাতুন উইকেট আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারায় টাইগ্রেসরা। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৭৮ রানে। ফাহিমা করেছেন অপরাজিত ৪৪।
এই ম্যাচে জয় পেলে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে টাইগ্রেসরা। তবে হেরে গেলে পড়তে হবে সমিকরণের গ্যারাকলে। বাংলাদেশ পাকিস্তানের কাছে হারলে আর ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলে দুই দলের পয়েন্ট সমান হবে। বাংলাদেশের মেয়েরা রানরেটে অনেকটাই এগিয়ে থাকলেও, উইন্ডিজ নারীদের সুযোগ থাকবে বড় জয় নিয়ে চুড়ান্ত পর্বে জায়গা নেওয়ার।
বিভি/এমআর
মন্তব্য করুন: