• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লা লিগায় শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেলো বার্সেলোনা

প্রকাশিত: ০৯:৫৭, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
লা লিগায় শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেলো বার্সেলোনা

ছবি: সংগৃহীত

সেল্তা ভিগোর বিপক্ষে রোমাঞ্চকর জয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেলো বার্সেলোনা। শনিবার (১৯ এপ্রিল) অলিম্পিক স্টেডিয়ামে ৩-১’এ পিছিয়ে পড়ার পর কাতালান জায়ান্টদের জয় ৪-৩ ব্যবধানে। জোড়া গোল করে বার্সার জয়ে বড়ো অবদান রাখেন রাফিনিয়া। 

চেনা আঙ্গিনায় সেল্তার বিপক্ষে প্রথম ১০ মিনিটে দুটি সুযোগ নষ্ট করে বার্সা। ফের্মিন লোপেসের ক্রসে রবের্ত লোভান্দোভস্কির শট এবং রাফিনিয়ার কর্নারে ইনিগো মার্তিনেসের হেড লক্ষ্যে থাকেনি। দ্বাদশ মিনিটে ফেররান তরেস মাঝমাঠ থেকে বল পায়ে এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে শটে জাল খুঁজে নেন। তিন মিনিটের মধ্যেই সেল্তার বোর্হা ইগলেসিয়াস গোল শোধ দেন। প্রথমার্ধে রাফিনিয়া ও লেভান্দোভস্কির ব্যর্থতায় লিড নিতে না পারা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ফের গোল হজম করে। গোলদাতা ওই ইগলেসিয়াস। ৩২ বছরের এই স্পেনিয়ার্ড স্ট্রাইকার ৬২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৩-১ লিড এনে দেন।

কিছুক্ষণ আগে লামিনে ইয়ামালের সঙ্গে বদলি নামা দানি ওলমো দুই মিনিটের মধ্যে ব্যবধান কমান। ৬৮ মিনিটে রাফিনিয়া দলকে সমতায় ফিরিয়ে যোগ করা সময়ের অস্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল উপহার দেন। চলতি আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৫টি।

৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদকে ৭ পয়েন্ট দূরে রেখে শীর্ষে বার্সা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2