জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ছবি: সংগৃহীত
বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে চলছে প্রথম দিনের খেলা। টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।
নতুন বছরে প্রথম টেস্টে কয়েনভাগ্য নিজের পক্ষে পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। ইনিংস ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হন মাহমুদুল হাসান জয়। বাদ পড়েন জাকির হাসান। দুই ওপেনার শুরুটা আস্থার সঙ্গেই করেন। তবে নবম ওভারে স্কোর ৩১ রানে পৌঁছার পর জয়কে ছেড়ে যান সাদমান। ২৩ বলে এক বাউন্ডারিতে ১২ রান করে জিম্বাবিয়ান পেসার ভিক্টর নিয়াউচির বলে গালিতে ক্যাচ দেন টাইগার ওপেনার। দ্বিতীয় উইকেটে জয়ের সঙ্গে জুটি বাধতে আসেন অধিনায়ক নাজমুল হোসেন। নিজের পরের ওভারে জয়কেও ফেরত পাঠান নিয়াউচি। এবার উইকেটের পেছনে ক্যাচ দেন জয়। ৩৫ বলে দুই চারে ১৪ রান করেন জয়।
প্রথম টেস্টে দুই দলই তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাঁজিয়েছে। স্বাগতিক দলে তিন পেসার নাহিদ রানা, খালেদ আহমেদ ও জাসান মাহমুদ। স্পিনে মেহেদি হাসান মিরাজের সঙ্গী বাঁ-হাতি তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আট টেস্টের সাতটিই জিতেছে বাংলাদেশ। হেরে যাওয়া একমাত্র টেস্টটি ছিলো এই সিলেট স্টেডিয়ামেই ২০১৮ সালে মাঠের অভিষেক ম্যাচে ১৫১ রানে।
বিভি/এআই
মন্তব্য করুন: