• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জিম্বাবুয়ের বিরুদ্ধে দুশো রানের আগেই অলআউট বাংলাদেশ!

প্রকাশিত: ১৭:১৪, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
জিম্বাবুয়ের বিরুদ্ধে দুশো রানের আগেই অলআউট বাংলাদেশ!

মাত্র ১৪ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

ঘরের মাঠে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তাও ব্যাটিংয়ের সেই দৈন্যদশা ফুটে উঠলো স্পষ্টভাবে। দুশো রানের আগেই সবকটি উইকেট হারিয়েছে টাইগাররা। রোডেশিয়ানদের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই অলআউট নাজমুল হোসেন শান্তর দল।

রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। ৩২ রানে দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন মুমিনুল হক ও শান্ত। ৯৮ রানের মাথায় তৃতীয় ব্যাটার হিসেবে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক (৪০)। 

বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। দলের হয়ে একমাত্র ফিফটি হাঁকানো মুমিনুল (৫৬) পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ১৩৬ রানে। দলীয় ১৪৬ রানের মধ্যে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও। তবে দলকে দুই শ রানের স্বপ্ন দেখাতে থাকেন জাকের আলি ও হাসান মাহমুদ। দুজনে মিলে গড়েন ৪১ রানের জুটি। 

ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক।

দলীয় ১৮৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে হাসানের (১৯) পতনের পর বাকি ২ উইকেট হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। ১৯১ রানেই অলআউট হয় লাল-সবুজ জার্সিধারীরা। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন জাকের। 

জিম্বাবুয়ের হয়ে বল করেছেন পাঁচ বোলার। তাদের মধ্যে রিচার্ড এনগারাভা ছাড়া সফল ছিলেন সবাই। ৩টি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা। ২টি উইকেট নিয়েছেন ভিক্টর নিয়াচি। আর ওয়েসলে মাধেভেরে ৩ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2