• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেঞ্চুরির হাফসেঞ্চুরি করে ইতিহাস গড়লেন এনামুল

প্রকাশিত: ১৮:১৮, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সেঞ্চুরির হাফসেঞ্চুরি করে ইতিহাস গড়লেন এনামুল

এনামুল হক বিজয়

বাংলাদেশের ক্রিকেটে কোনো ক্রিকেটার পঞ্চাশটি সেঞ্চুরি করেছেন- এমন কারো নাম লিখতে গেলে আগে পাওয়া যেতো না। কিন্তু আজ থেকে সেই বন্ধ্যাত্ব ঘুচলো। ৫০টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের একজন ক্রিকেটার। সেটি শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ও আন্তর্জাতিক সব মিলিয়ে। তিনি টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। দেশের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

আজ রবিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে গাজী গ্রুপ স্পোর্টসের অধিনায়ক বিজয় এই মাইলফলক সেঞ্চুরিতে পৌঁছান। 

পরাশক্তি ক্রিকেট দেশগুলোর খেলোয়াড়দের তুলনায় সেঞ্চুরি সংখ্যায় বেশ পিছিয়ে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের যেখানে সেঞ্চুরি আছে ১০০টি, সেখানে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম ইকবালের ঝুলিতে আছে ২৫টি। আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশোর্ধ্ব সেঞ্চুরিই আছে ৮ ক্রিকেটারের। সেদিক দিয়ে বেশ পিছিয়েই বাংলাদেশের ক্রিকেটাররা।

বিজয়ের ৫০ সেঞ্চুরির ২৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে। বাকি ২৬টির মধ্যে ২৩টি লিস্ট ‘এ’ ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে ৩টি। বিজয়ের ৫০ সেঞ্চুরির ৪৭টিই ঘরোয়া ক্রিকেটে। আন্তর্জাতিক ওয়ানডেতে ৪৯টি ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি আছে এই খুলনার সন্তানের।

বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি নাঈম ইসলামের। তার সেঞ্চুরি সংখ্যা ৪৬টি। স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ইংলিশ কিংবদন্তি জ্যাক হবসের। ২৯ বছরের ক্যারিয়ারে ১৯৯টি সেঞ্চুরি করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৮ সেঞ্চুরি আছে গ্রায়েম হিকের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2