অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

ছবি: সংগৃহীত
অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবার চার পয়েন্টে কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৯ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ১-০ গোলে। যোগ করা সময়ে ম্যাচের পার্থক্য গড়ে দেন ফেদেরিকো ভালভের্দে।
নিষেধাজ্ঞার কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে খেলতে নামে রিয়াল। বল দখলে মাদ্রিদ জায়ান্টরা শুরু থেকে আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিলো না। ৩৬ মিনিটে লুকা মদ্রিচের কর্নারে ভালভের্দের কাছ থেকে নেওয়া হেড যায় গোলরক্ষক বরাবর। প্রথমার্ধে গোলের জন্য পাঁচটি শট নিয়ে ওই একটিই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় বইয়ে দেয় রিয়াল। কিন্তু ভিনিসিউস, রদ্রিগো, জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ভালভের্দেদের একের পর এক চেষ্টা ব্যর্থ হতে থাকে। ৭৯ মিনিটে ভিনিসিউস দারুণ নৈপুণ্যে বিলবাওয়ের জালে বল পাঠান। কিন্তু ২০ মিনিট আগে দানি সেবাইয়োসের বদলি নামা এন্দ্রিক অফসাইডে থাকায় গোল মেলেনি। অবশেষে সাত মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভালভের্দে গোল করে স্বস্তিতে ভাসান স্বাগতিক শিবির।
এই জয়ে টেবিলের দুইয়ে থাকা রিয়ালের ৩২ ম্যাচে পয়েন্ট হলো ৬৯। সমান খেলায় ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। লিগে দুই জায়ান্টেরই বাকি ছটি করে ম্যাচ।
বিভি/এআই
মন্তব্য করুন: