বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট: লিড নিয়েছে সফরকারীরা

ছবি: জিম্বাবুয়ের ব্যাটিং
বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংস লিড নিয়েছে সফরকারী দল। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ব্রায়ান বেনেট ও সিন উইলিয়ামসের ফিফটিতে দ্বিতীয় দিনে শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ২৩৬ রান। বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৯১-এ।
স্বাগতিকদের মাত্র ১৯১ রানে গুঁড়িয়ে প্রথম দিনে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের শুরুতেই বেন কারানকে হারায়। মেঘলা কন্ডিশনে আগের দিনের ১৭ রানের সঙ্গে এক রান যোগ করে ব্রায়ান বেনেটকে ছেড়ে যান জিম্বাবিয়ান ওপেনার। জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। নিক ওয়েল্চ যোগ দেওয়ার পর আগের দিন ৪০ রান করা বেনেট তুলে নেন ফিফটি। কিছুক্ষণ পর তাকেও ফেরত পাঠান রানা। ৫৭ রান করেন জিম্বাবিয়ান ওপেনার। স্কোর ৮৮ রানে রেখেই পেসার হাসান মাহমুদ তুলে নেন ওয়েল্চকে। ২ রান করেন এই ব্যাটার। চতুর্থ উইকেটে সিন উইলিয়ামস ও অথিনায়ক ক্রেগ আর্ভাইনের জুটি ৪১ রানে ভাঙ্গেন রানা। ৮ রানে ফেরেন আর্ভাইন।
চার উইকেটে ১৩৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান উইলিয়ামস ও ওয়েসলি মাধেভেরে। লাঞ্চের পর ফিফটি তুলে নেন উইলিয়ামস। মাধেভেরেকে ২৪ রানে ফিরিয়ে ৪৮ রানের জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। ১৭৭ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। এই জুটি লিড এনে দেন দলকে। তবে দুই রানের লিড নেওয়ার পর উইলিয়ামসকে ফেরান স্পিনার মেহেদি মিরাজ। ৫৯ রান করেন উইলিয়ামস।
বিভি/এমআর
মন্তব্য করুন: