• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অর্থ পাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে কমিটি গঠন করলো দুদক

প্রকাশিত: ১৮:৪৩, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
অর্থ পাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে কমিটি গঠন করলো দুদক

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না সাকিব আল হাসানের। খেলোয়াড়ি জীবনে সাকিবের বিরুদ্ধে নিয়ম ভাঙার মতো অভিযোগের শেষ ছিল না। মাঠের বাইরেও অনেক বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অনিয়ম ও দুর্নীতিতে তার সম্পৃক্ততার বিষয়গুলো উঠে আসছে আরও জোরালোভাবে।

শেয়ারবাজার দুর্নীতি, বেআইনি জুয়া ও ক্যাসিনোয় নাম লেখানো, সোনা পাচার, কাঁকড়ার ব্যবসায় দুর্নীতি, ক্রিকেটর সংক্রান্ত দুর্নীতি, নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তি লুকোনোসহ অসংখ্য অভিযোগ আগেই ছিল সাকিবের বিরুদ্ধে।এবার এই তালিকায় যুক্ত হয়েছে অর্থ পাচারের অভিযোগ। 

বাংলাদেশের সাবেক অধিনায়কের বিরুদ্ধে আসা এই অর্থ পাচার অভিযোগের প্রেক্ষিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক।  

চেতনা বাস্তবায়নের তিন বছরে ২০০ কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। মিলেছে নানা অসঙ্গতির প্রমাণ।

এসব প্রকল্পে নামকাওয়াস্তে সভা-সেমিনারের ছবি তুলে, নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারের অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

দুদক বলছে, গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প বেশ কিছু অসঙ্গতি পেয়েছে। যা বিচার-বিশ্লেষণ পরবর্তী পদক্ষেপ নেবে তারা।

দুদক বলছে, ইতোমধ্যে নানা অসঙ্গতি পাওয়ায় বিগত সরকারের সময় গ্রহণ করা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সকল প্রকল্পই স্থগিত করেছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2