• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে ঘুরে দাড়িয়েছে টাইগাররা

প্রকাশিত: ১৯:৪০, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে ঘুরে দাড়িয়েছে টাইগাররা

ছবি: ক্রিকেট ওয়ার্ল্ড

বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ের পরও প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে। মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেট শিকারে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২৭৩ রানে। প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান। দ্বিতীয় দিন শেষে টাইগাররা পিছিয়ে আছে ২৫ রানে।

টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ১৯১ রানের জবাবে বিনা উইকেটে ৬৭ রান করে দিন শেষ করেছিলো জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শুরুতে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। শুরুটা করেছেন পেসার নাহিদ রানা। এই গতি তারকা ফিরিয়েছেন দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেটকে। আউট হওয়ার আগে বেনেট পেয়েছেন হাফসেঞ্চুরি।

হাসান মাহমুদ তুলে নেনে নিক ওয়েলচের উইকেট। জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান অভিজ্ঞ শন উইলিয়ামস। মাধভেরের সঙ্গে গড়েন ৪৮ রানের জুটি। উইলিয়ামসের ব্যাট থেকে এসেছে ইনিংসের সর্বোচ্চ ৫৯ রান। বাংলাদেশের বোলিং নেতৃত্ব নিজের কাধে তুলে নেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ক্যারিয়ারে ১১তম বারের মতো পেয়েছেন ফাইফার। তবে তার আগেই লিডটাকে বড় করে নিয়েছে জিম্বাবুয়ের টেইলএন্ডাররা।

মায়েভোর ৩৫, নাগারাভার ২৮ ও মুজারাবানির ১৭ রানে জিম্বাবুয়ে করে ২৭৩ রান। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১৩ রানে সাদমানের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে আর কোন অঘটন ঘটতে দেননি মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। ১ উইকেটে ৫৭ রান করেছে বাংলাদেশ। এখনো ২৫ রান পিছিয়ে টাইগাররা। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2