কলকাতাকে হারিয়ে সিজনের শীর্ষে গুজরাট টাইটান্স

কলকাতা নাইট রাইডার্সকে ৩৯ রানে হারিয়ে আইপিএল সিজন এইটটিনে শীর্ষস্থান সুসংহত করেছে গুজরাট টাইটান্স। সোমবার (২২ এপ্রিল) রাতে ইডেন গার্ডেন্সে গুজরাটের তিন উইকেটে করা ১৯৮ রানের জবাবে ৮ উইকেটে ১৫৯-এ থামে কলকাতার ইনিংস।
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেন কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে। উদ্বোধনী জুটিতে শুভমান গিল ও সাই সুদশর্ন ৭৪ বলে ১১৪ রান দিয়ে যান। সুদর্শন ৩৬ বলে ছয় চার ও এক ছয়ে ৫২ রানে আউট হলে জস বাটলারকে নিয়ে দলকে আরও ৫২ রান জুড়ে দেন গুজরাট অধিনায়ক। গিল ৫৫ বলে ১০ চার ও তিন ছয়ে ৯০ রানে আউট হন। বাটলার ২৩ বলে আট চারে অপরাজিত ৪১ করে স্কোর তিন উইকেটে ১৯৮ রানে পৌঁছে দেন।
কলকাতার রান তাড়ায় কেবল আজিঙ্কা রাহানের ব্যাট হেসেছে। ৩৬ বলে পাঁচ চার ও এক ছয়ে ৫০ রান করে আউট হন কলকাতার অধিনায়ক। দুই প্রান্ত থেকে পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ও স্পিনার রশিদ খান স্বাগতিক ব্যাটারদের চেপে ধরেন। দুজনে মিলে ৮ ওভারে ৫০ রান দেন। ভাগাভাগি করেন চার উইকেট। শেষ দিকে আংক্রিশ রাঘুবংশী ১৩ বলে ২৭ রান করে স্কোর ১৫০ পার করেন। এছাড়া ২১ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাটে থেকে। ৮ উইকেটে ১৫৯ রানে থামে কলকাতা।
আট খেলায় ছয় জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালসকে দুই পয়েন্ট পেছনে ফেলে শীর্ষে গুজরাট। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে ১০ দলের টেবিলে সাতে নেমেছে কলকাতা।
বিভি/এসজি
মন্তব্য করুন: