• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেস্ট চলাকালে মারা গেলেন বিসিবি কর্মকর্তা

প্রকাশিত: ১৩:৪৩, ২৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
টেস্ট চলাকালে মারা গেলেন বিসিবি কর্মকর্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। 

বুধবার (২৩ এপ্রিল) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জানা যায়, ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন। 

মো. ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোক জানাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির তরফে কোনো শোক বার্তা পাওয়া যায়নি। 

বিভি/এসজি

মন্তব্য করুন: