• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পিএসএলে লাহোরের ৩য় হার 

প্রকাশিত: ১১:৩১, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পিএসএলে লাহোরের ৩য় হার 

১২৯ রানের পুঁজি নিয়ে প্রথম দুই ওভারে দুই উইকেট নিয়েও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে পারেনি লাহোর কালান্দার্স। আসরে প্রথমবার উইকেটশূন্য থেকেছেন রিশাদ হোসেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পিএসএলে তৃতীয় হার সঙ্গী হয় লাহোরের। পেশোয়ার জালমির জয় ৭ উইকেটে। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই পেশোয়ারের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লে'তে পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা লাহোর সিকান্দার রাজার ফিফটিতে ১৯ ওভার দুই বলে অলআউট হয় ১২৯ পুঁজি নিয়ে। আট নম্বরে রিশাদ যখন ব্যাটিংয়ে নামেন, তখন ৬ উইকেটে ৪৪ রানের ধ্বংসস্তূপে লাহোর। প্রথম আট বলে ২ রান করা রিশাদ পরের তিন বলে একটি করে ছক্কা ও চার মারেন হোসাইন তালাতকে। পরের ওভারে আলজারি জোসেফের বলে কিপারের দারুণ ক্যাচে বিদায় নেন বাংলাদেশি ক্রিকেটার। ১৩ বলে ১৩ রান করেন রিশাদ। জোসেফ ১৫ রানে তিন উইকেট নেন। স্বল্প রানের লক্ষমাত্রা ১৬ ওভার চার বলে তিন উইকেট হারিয়েই টপকে যায় পেশোয়ার। 

বোলিংয়ে কিছুই করতে পারেননি রিশাদ। দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই লেগ স্পিনার। আগের তিন ম্যাচে উইকেট ছিলো তার আটটি। অধিনায়ক বাবর আজম ৪২ বলে ৫৬, তালাত ৩৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে দলকে ৯৩ রান জুড়ে দেয় এই জুটি। চলতি পিএসএলে পেশোয়ারের পাঁচ ম্যাচে এটি দ্বিতীয় জয় আর লাহোরের তৃতীয় হার। 

বিভি/এসজি

মন্তব্য করুন: