জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে কাল মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে কাল মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে সকাল ১০টায়।
সিলেট টেস্টের আগে জিম্বাবুয়েকে অনেকটা হেলাফেলার চোখে দেখেছে বাংলাদেশ। যার জন্য দিতে হয়েছে চড়া মাশুল। প্রথম টেস্টের পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। শঙ্কা আছে সিরিজে পরাজয়ের, জিম্বাবুয়ে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের।
বনেদি ক্রিকেটে বাংলাদেশের ভাবমুর্তি তলানিতে। সিলেটে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ব্যাটিং ব্যার্থতায়। তাই অনুশীলনে ব্যাটিংয়েই বাড়তি মনোযোগ টাইগারদের।
টাইগারদের ঠিক বিপরীত অবস্থায় জিম্বাবুয়ে। সিরিজ জিততে মরিয়া ক্রেইগ আরভিনরা চট্টগ্রামেও ধরে রাখতে চান সিলেট টেস্টের ধারাবাহিকতা।
বিভি/এআই
মন্তব্য করুন: