• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস ব্রাজিলিয়ান তারকার

প্রকাশিত: ১৯:৩৫, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস ব্রাজিলিয়ান তারকার

বেশ সুদিন যাচ্ছে ম্যাথিয়াস কুনহার। উলভসের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন এই ব্রাজিলিয়ান তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে দলের অবস্থান খুব একটা সুবিধাজনক না হলেও কুনহা ছুটছেন দুর্দান্ত বেগে। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নিজের পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

চলতি মৌসুমের আগেও অনেকটা খেই হারিয়েছিলেন কুনহা। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে ধারে খেলতে গিয়েও খুব বেশি ছন্দে ছিলেন না। তবে ধারের মেয়াদ শেষে প্রিমিয়ার লিগে ফিরতেই নিজের সম্ভাবনার পুরোটা ঢেলে দিচ্ছেন কুনহা। যার পুরস্কার স্বরূপ প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়েছেন এই ফরোয়ার্ড। 

শনিবার (২৬ এপ্রিল) ঘরের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে লেস্টার সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে হারিয়েছে উলভস। ম্যাচের ৩৩ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি এসেছে কুনহার পা থেকে। এটি তার চলতি মৌসুমে ২৯ ম্যাচে ১৫ গোল, নামের পাশে আছে আরও ৬ অ্যাসিস্ট। আর সেটাই তাকে বসিয়েছে প্রিমিয়ার লিগের রেকর্ডবুকের শীর্ষে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় এখন কুনহার নাম। লিভারপুলে রবার্তো ফিরমিনো এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি এক মৌসুমে করেছিলেন ১৫ গোল। লিগে আরও ৪ ম্যাচ বাকি থাকায় কুনহার সামনে সুযোগ আছে এই রেকর্ড এককভাবে নিজের করে নেয়ার। 

যদিও দল হিসেবে উলভস একেবারেই ছন্দে নেই। কয়েক বছর আগেও ইউরোপিয়ান ফুটবল নিয়মিত দলটা বর্তমানে আছে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে। লেস্টারের বিপক্ষে জয়ের পর লিগে ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪১। নিজেদের বাকি থাকা ৪ ম্যাচের সবকটা জিতলেও কোনো ইউরোপিয়ান ফুটবলে অন্তত তাদের দেখা যাবে না। 

ঠিক সে কারণেই হয়ত উলভস ছেড়ে যেতে আগ্রহী কুনহা। আর তাকে দলবদলের বাজারে পেতে মরিয়া হয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভসে খেলা এই স্ট্রাইকারের জন্য ৬২ মিলিয়ন পাউন্ডের বেশি ঢালতেও রাজি ২০ বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বর্তমানে ম্যানইউতে যোগ দেয়ার একেবারেই কাছাকাছি চলে গিয়েছেন তিনি। 

বিভি/টিটি

মন্তব্য করুন: