চার মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল

ছবি: সংগৃহীত
চার মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। রবিবার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে টটেনহামকে ৫-১ গোলে উড়িয়ে চার ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করে আর্নে স্লটের দল। সে সঙ্গে লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ শিরোপার রেকর্ডেও ভাগ বসালো লিভারপুল।
প্রিমিয়ার লিগ নামকরণের পর ৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০১৯-২০ মৌসুমে শিরোপা জিতেছিলো লিভারপুল। প্রিমিয়ারে দ্বিতীয়বার আর সব মিলিয়ে ২০তম লিগ শিরোপা জয়ের হাতছানিতে এদিন ঘরের মাঠে টটেনহামের বিপক্ষে দ্বাদশ মিনিটে পিছিয়ে পড়ে তারা। গোল খেয়েই তেতে ওঠে আর্নে স্লটের দল। চার মিনিটের মধ্যে লুইস দিয়াস গোল শোধ দিয়ে স্বস্তিতে ভাসান অ্যানফিল্ড। প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের ঝড় তুলতে থাকা লিভারপুলকে ২৪ মিনিটে এগিয়ে নেন আলেক্সিস মাক আলিস্তের। ৩৪ মিনিটে কোডি হাকপো ব্যবধান বাড়িয়ে শিরোপার পথে দলকে আরও এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধেও একইরকম চাপ ধরে রাখে লিগ লিডাররা। ৬৩ মিনিটে মোহামেদ সালাহ ব্যবধান আরও বাড়িয়ে চলতি লিগে তার গোল সংখ্যা সর্বাধিক ২৮-এ উন্নীত করেন। ছয় মিনিট পর প্রতিপক্ষের আত্মঘাতি গোলে ৫-১'এ এগিয়ে যায় স্বাগতিকরা। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে চার মৌসুম পর লিগ শিরোপা জয়ের আনন্দে মাতে অ্যানফিল্ডের ক্লাবটি।
৩৪ খেলায় ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা আর্সেনালকে ১৫ পয়েন্ট পেছনে ফেলেছে লিভারপুল।
বিভি এ/আই
মন্তব্য করুন: