বাংলাদেশের বিপক্ষে টস জিতে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং করছে জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে টস জিতে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত সফরকারী দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৫ রান।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে ৩ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। তাই সিরিজ বাঁচাতে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের। তবে প্রথম দিনের শুরুতে টস ভাগ্যটা সঙ্গে পাননি টাইগার অধিনায়ক। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আর্ভাইন সেই ভাগ্য সঙ্গে নিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
ওপেনিং জুটিতে ৪১ রান যোগ হওয়ার পর দিনের একাদশ ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। ২১ রান করে ফেরেন ব্রায়ান বেনেট। নিক ওয়েল্চ এসে যোগ দেন বেন কারানের সঙ্গে। ঘুরে দাঁড়ানোর অভিযানে স্বাগতিকরা প্রথম টেস্টের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে।
পিএসএল খেলতে যাওয়ায় স্কোয়াডে নেই পেসার নাহিদ রানা। আর বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ। তানজিম হাসানের সঙ্গে সুযোগ পাওয়া অন্য দুই ক্রিকেটার ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও অফ স্পিনার সাইম হাসান।
বিভি এ/আই
মন্তব্য করুন: