চট্টগ্রাম টেস্ট: জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বিকালে স্বস্তিতে বাংলাদেশ

ছবি: ইএসপিএন ক্রিকইনফো
শেষ বিকালে তাইজুলের ঘুর্ণিতে কিছুটা স্বস্তি বাংলাদেশের। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ জিম্বাবুয়ে ৯ উইকেটে তুলেছে ২২৭ রান। টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে ওঠে ৪১ রান। ব্রায়ান বেনেটের উইকেট নিয়ে প্রথম ব্রেক থ্রু দেন পেসার তানজিম হাসান সাকিব। দলের ৭২-এ তাইজুলের ঘুর্নিতে ঘায়েল হন বেন কারেন।
পরের দেড় সেশন টাইগারদের হতাশায় ডুবিয়েছেন নিক ওয়েল্চ ও শন উইলিয়ামস। তৃতীয় উইকেটে গড়েন ৯০ রানের জুটি। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ওয়েল্চ। এরপরই শুরু হয় তাইজুল ইসলামের ভেল্কি। দুই উইকেটে ১৭২ রান থেকে হঠাৎ ছন্দ পতন জিম্বাবুয়ের। ২১৭ রানে হারায় নবম উইকেট। ৬৭ রান করে সাঁজঘরে ফেরেন শন উইলিয়ামস। আবারো ব্যাটিংয়ে নেমে ইনিংস বড় করতে ব্যার্থ ওয়েল্চ। আউট হয়েছেন ৫৪ রানে। ক্যারিয়ারে ১৬তম বার ইনিংসে পাঁচ উইকেট শিকার বাঁহাতি স্পিনারের।
৫৩ ম্যাচে তাইজুলের শিকার ২২৪ উইকেট। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব আল হাসানকে টপকে যেতে প্রয়োজন ২৩টি উইকেট। সিলেটে প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে আছে বাংলাদেশ।
বিভি/এমআর
মন্তব্য করুন: