• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টানা ৩ বারের মতো এফএ কাপের ফাইনালে ম্যান ইউ 

প্রকাশিত: ২২:০৯, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
টানা ৩ বারের মতো এফএ কাপের ফাইনালে ম্যান ইউ 

টানা তৃতীয়বার ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার (২৭ এপ্রিল) রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে সেমিফাইনালে জয় তাদের ২-০ গোলে। আগামী ১৭ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ফাইনাল খেলবে সাতবারের শিরোপাজয়ীরা।  

হতাশায় ভরা মৌসুমে এই একটি প্রতিযোগিতাতেই শিরোপা জয়ের সম্ভাবনা বেঁচে আছে সিটির। সেই লক্ষ্যে ওয়েম্বলিতে নটিংহামের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নেমে দ্বিতীয় মিনিটেই গোল পায় গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ফাইনাল হেরে যাওয়া দলটি। মাতেও কোভাচিচের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ঠিকানা খুঁজে নেন তরুণ মিডফিল্ডার রিকো লুইস। ২০২২-২৩ মৌসুমে সপ্তমবার এফএ কাপ ঘরে তোলা সিটি প্রথমার্ধের বাকি সময়ে গোলের জন্য আরও ৫টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। 

১৯৯১ সালের পর প্রথমবার এফএ কাপের সেমিফাইনালে ওঠা নটিংহ্যাম এই অর্ধে গোলে শটই নিতে পারেনি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সিটির ইয়োশকো ভার্দিওল ব্যবধান দ্বিগুণ করেন। বাকি সময়ে ভাগ্যের ফেরে নটিংহামের তিন-তিনটি সুযোগ হাতছাড়া হয়। ৬৬ মিনিটে মর্গ্যান গিবস হোয়াইটের বুলেট গতির ভলি ক্রসবার কাঁপায়। চার মিনিট পর এই ইংলিশ মিডফিল্ডারের শট গোলরক্ষককে পরাস্ত করেও পোস্টে প্রতিহত হয়। ৮১ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড তাইয়ো আয়োনির শটও পোস্টে বাধা পায়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2