• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফ্রিতে খেলা দেখানোর ঘোষণা, এরপরও চট্টগ্রামে নেই দর্শক 

প্রকাশিত: ১৪:১৩, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ফ্রিতে খেলা দেখানোর ঘোষণা, এরপরও চট্টগ্রামে নেই দর্শক 

বাংলাদেশ ক্রিকেট যেন দর্শক প্রিয়তা হারাচ্ছে। দলটি আর যেন দর্শক টানতেই পারছে না। জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। খেলা দেখাতে হচ্ছে বিটিভিতে। এদিকে প্রথম টেস্টে সিলেটে চোখে পড়ার মতো দর্শক হয়নি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও একই দৃশ্য দেখা গেছে।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্রিতে খেলা দেখানোর ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখতে পারবেন।’ 

এখানে কিছু শর্ত অবশ্য আছে। শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে বিনামূল্যে খেলা দেখতে হলে। সঙ্গে স্কুলের বৈধ আইডি কার্ড রাখতে হবে। এই শর্ত মেনেও খেলা দেখতে আসছেন না কেউ। দিনের প্রথম সেশনেও গ্যালারি খালিই পড়ে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরাও আগ্রহ দেখাচ্ছেন না এই ম্যাচে।

সিলেট টেস্টে বাজে খেলে হারলেও চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে দিয়েছে। ৬০ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এরপর সাদমান ইসলাম ১০৭ রান তুলে এগিয়ে রেখেছে দলকে। এনামুল হক বিজয় ভালো সাপোর্ট দিয়ে ৩৯ রানে আউট হয়েছেন। এই নিউজ লেখা পর্যন্ত সাদমান ও মুমিনুল হক জুটিতে রান ১৬৭। ফলে প্রথম সেশনটা নিজেদেরই করে নিয়েছে বাংলাদেশ।

সিরিজে এরইমধ্যেই বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে। এই ম্যাচে বাংলাদেশ জয় না পেলে সিরিজ জিতবে জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই এই ম্যাচ।

সে ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ পারফর্ম করছে বেশ ভালো। তবে দর্শকখরার বিষয়টা নিশ্চয়ই ভাবাবে বিসিবিকে। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের ফিরিয়ে আনতে মাঠের পারফর্ম্যান্সটা খুব জরুরি দলের জন্য। সাদমান আর এনামুল মিলে আপাতত সে পারফর্ম্যান্সটা দিচ্ছেন। তা দেখেও যদি দর্শকদের মন গলে!

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2