• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রাম টেস্ট

জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের আশা জাগিয়েও টাইগারদের হতাশায় দিন পার

প্রকাশিত: ১৮:৩১, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৩৬, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের আশা জাগিয়েও টাইগারদের হতাশায় দিন পার

ছবি: সেঞ্চুরির পথে সাদমানের ব্যাটিং

সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসে ২২৭ রানের জবাবে ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। দ্বিতীয় দিনের প্রথম বলেই অলআউট হয় জিম্বাবুয়ে। 

টাইগার বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে আগের দিন নেতৃত্ব দেওয়া তাইজুল ইসলাম ফেরত পাঠান ব্লেসিং মুজারাবানিকে। ইনিংসে ছয় উইকেট নিতে ২৭ ওভার এক বলে ৬০ রান খরচ করেন এই বাঁ-হাতি স্পিনার। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও আনামুল হক দারুণ দৃঢ়তা দেখান। প্রথম সেশনে অবিচ্ছিন্ন থেকে স্কোর নিয়ে যান তারা ১০৫ রানে। 

সাদমান ২২ টেস্টে একমাত্র সেঞ্চুরির সঙ্গে ষষ্ঠ হাফ সেঞ্চুরি নিয়ে ৬৬ রানে, আনামুল ৩৮ রানে অপরাজিত থাকেন। কিন্তু লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে আনামুল মাত্র এক রান যোগ করে আউট হয়ে যান। উইকেটে আসেন মুমিনুল হক। সাদমান টেস্টে তুলে নেন তার দ্বিতীয় সেঞ্চুরি। ১৪২ বলে ১৬টি চারের মারে মাইলফলকে পৌঁছান টাইগার ওপেনার। 

দুই ম্যাচের সিরিজে সিলেটে চার দিনে গড়ানো প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। সেই দল থেকে তিনজনকে পরিবর্তন করে দ্বিতীয় টেস্ট খেলছে টাইগাররা। অভিষেক হয়েছে নাইম হাসানের।  

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2