• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ো: ইমরান খান

প্রকাশিত: ১৭:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ো: ইমরান খান

ফাইল ছবি।

সম্প্রতি নিউজিল্যান্ড এবং এরপর ইংল্যান্ড ক্রিকেট দল তাদের সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ক্ষোভকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপের আগে নিজ বাসভবনে ক্রিকেটারদের সংগে এক সৌজন্য সাক্ষাতে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান তিনি।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান বলেন, ‘আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি আমাদেরকে হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই হতাশাকে শক্তি পরিণত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এই দলটি বিশ্বকাপের মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভালো করতে হলে সকলকে পারফরমেন্স করতে হবে। নিজেদের পারফরমেন্সের দিকে নজর দিতে হবে।’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলেও, খুব শিগগিরই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে জানান ইমরান। বলেন, পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। খুব শিগগিরই  পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে।

ইমরান-এর মতো একই সুরে কথা বলেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চটা ঢেলে দিয়ে সাফল্যকে সংগী করতে বাবরদের উদ্দেশ্যে বার্তা দেন রমিজ।

আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে পাকিস্তান।

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2