• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘হেরেও জিতলেন মাহমুদুল্লাহ’, ভক্তদের প্রশংসা

প্রকাশিত: ২০:০৭, ২২ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
‘হেরেও জিতলেন মাহমুদুল্লাহ’, ভক্তদের প্রশংসা

ছবি: টুইটার

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে টাইগাররা হেরেছে ৫ উইকেটে। তবে শেষ বলে জেতার আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘটেছে নাটকীয় ঘটনা।

ইনিংসের শেষ বলে পাকিস্তানের দরকার ছিলো দুই রান। মাহমুদুল্লাহ বলটা আম্পায়ারের পেছন থেকে করলেন। যাকে বলে ’লং বল’। স্ট্রাইকে থাকা মোহাম্মদ নওয়াজও কম যান না। তিনি পপিং ক্রিজের বাইরে থেকে রিয়াদ-এর বল করা দেখে শেষ মুহূর্তে বলটা ছেড়ে দেন।

ওই ঘটনায় বিতর্ক হতে পারতো। ফেয়ার ডেলিভারি দাবি করে মাহমুদুল্লাহ রিভিউ দাবি করতে পারতেন। কিন্তু মাঠে থাকা আম্পায়ার বলটি ডেড ঘোষণা করায় তর্কে যাননি টাইগার কাপ্তান। তাঁর ‘স্পোর্টসম্যান’ সুলভ ওই আচরণে ভক্তরা তাঁকে প্রশংসা করছেন।

টুইটারে অনেকে মাহমুদুল্লাহ’র প্রশংসা করেছেন। ম্যাচ হারলেও বাংলাদেশ অন্য জায়গায় জিতে গেছে বলে উল্লেখ করেছেন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো’র মন্তব্য ঘরেও প্রশংসায় ভেসেছেন টাইগার টি-২০ কাপ্তান।

তাহির নামের এক পাকিস্তানি ভক্ত লিখেছেন, ‘আমার কাছে এটা হার। নওয়াজ যেটা করেছেন সেটা ভুল। মাহমুদুল্লাহ ডেড বল মেনে নেওয়ায় আমার চোখে জয় বাংলাদেশের। অনেকে আবার আম্পায়ারের পেছন থেকে বল করা বৈধ্য কি না পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন।

তবে বিলওয়াল আনোয়ার নামের এক ভক্ত মাহমুদুল্লাহ এবং নওয়াজ দু’জনকেই বুদ্ধিমান বলছেন। তাঁর মতে, শেষ বলে বুদ্ধি করে মাহমুদুল্লাহ লং বল করেছেন। নওয়াজ সেটা বুঝতে পেরে শেষ সময়ে হলেও বল ছেড়ে দিয়েছেন। তাঁরা দু’জনই বুদ্ধির খেলা দেখিয়েছেন। সায়েদ শাহ আলম নামের এক পাকিস্তানি ভক্তের মতে, নওয়াজকে আউট দেওয়া উচিত ছিলো।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2