টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের ক্যাম্প করার ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
রবিবার (৬ মার্চ) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ট্রেনিং আয়োজনের চেষ্টা করছি। ওখানে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প হবে। আশা করছি কার্যকরী একটা ক্যাম্প হবে।’
এ বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি আসর। বিগত আসরগুলোর ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে বিশ্বকাপ ভেন্যুতে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ ব্যাট হাতে পাওয়ার হিটিংয়ে অপারদর্শিতা। এই নাজুক দশা কাটাতে কার্যকরী হতে পারেন পাওয়ার হিটিং কোচ। বর্তমানে অনেক দেশই হাত বাড়াচ্ছে পাওয়ার হিটিং কোচের দিকে।
সম্প্রতি বাংলাদেশের কোচিং প্যানেলে বেশ কিছু রদবদল এসেছে। জালাল ইউনুস জানালেন, পাওয়ার হিটিং কোচ নিয়োগের বিষয়টিও বিসিবি’র ভাবনায় আছে। তিনি বলেন, ‘পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারটি আমাদের মাথায় আছে।’
আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপের আসর। গ্রুপ পর্বের খেলা শেষে প্রথম সেমিফাইনাল ৯ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এবং ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল। ৭টি শহর- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে হবে বিশ্বকাপের ৪৫ ম্যাচ।
বিভি/এএইচ/এসডি
মন্তব্য করুন: