• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কঠিন কন্ডিশনেও জয় পাওয়া সম্ভব : তাসকিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:০৫, ১০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কঠিন কন্ডিশনেও জয় পাওয়া সম্ভব : তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

নিজেদের সেরা ক্রিকেট খেললে দক্ষিণ আফ্রিকার মত কঠিন কন্ডিশনেও জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের উইকেট পেস সহায়ক হবে। সেট হতে পারলে ব্যাটাররা সুবিধা পাবেন। সুবিধা নিতে না পারলে পড়তে হবে বিপর্যয়ে। 

তাসকিন বলেন, ‘প্রোপার স্পোর্টিং উইকেটে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সুবিধা থাকে। অসুবিধাও আছে। লেন্থ ধরে রাখতে না পারলে মার খেতে হয়।’

প্রোটিয়াদের বিপক্ষে কঠিন সিরিজে দলের ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তাসকিন। তিনি জানান, নিউজিল্যান্ডে কঠিন কন্ডিশনে টেস্টে জয় পেয়েছে তারা। আফগানদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে বিপদে পড়েও জিতেছে। এমন জয় আত্মবিশ্বাস বাড়ায়।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিয়মিত বোলিং ও ফিটনেস অনুশীলন নিয়ে কাজ করছেন বলেও উল্লেখ করেন ডানহাতি পেসার তাসকিন, ‘ভালো খেলি কিংবা খারাপ চেষ্টা করি প্রসেস ঠিক রেখে কাজ করার। যেহেতু আমি বোলিং করি, ফিটনেস যেন ভালো থাকে, বোলিং ওয়ার্কটা যেন ঠিক হয় সেটা নিয়ে কাজ করেছি।’

পাঁচ ম্যাচের এই দক্ষিণ আফ্রিকা সফর চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে তাসকিন বলেন, ‘চ্যালেঞ্জিং তো হবেই। নিউজিল্যান্ড সফরও চ্যালেঞ্জিং ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ ও আফিফ যেভাবে ম্যাচ জেতাল। কঠিন ম্যাচগুলো জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকায়ও জেতা সম্ভব।’

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। অভিজ্ঞ এই কোচের থেকে যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন দীর্ঘদেহি এই পেসার, ‘কোচ দেশি হোন বা বিদেশি কাজটা সেম। কিন্তু অভিজ্ঞতা আলাদা। চেষ্টা করবো উনার থেকে যতটা নেওয়া যায়।’ এছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবকে মিস করবেন বলেও উল্লেখ করেন তিনি।

বিভি/এএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2