দক্ষিণ আফ্রিকা গেলো টাইগারদের প্রথম বহর

বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকা মিশনে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রাটিয়াদের বিপক্ষে ম্যাচ খেলতে তিন ভাগে দেশ ছাড়বে টাইগাররা। আজ গেলো তাঁর প্রথম বহর।
শুক্রবার (১১ মার্চ) পৌনে ১১টার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা যাত্রা করেছে দলের প্রথম বহর। এর মধ্যে রয়েছে- নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন। এছাড়া নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
জানা গেছে, তিন বহরে দেশ ছাড়বেন টাইগাররা। দলের দ্বিতীয় বহর শুক্রবার রাত ১১টার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে। শেষ বহর যাবেন আগামীকাল শনিবার (১২ মার্চ) সকাল পৌনে ১১টায়।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবং নতুন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট-এর সমন্বয়ে আরো গ্রুপ দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সফরে তিনটি ওয়ানডে এবং টেস্ট খেলার কথা রয়েছে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৮ মার্চ, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে এছাড়া টেস্ট শুরু হবে ৩১ মার্চ।
বিভি/এসআই/এইচএস
মন্তব্য করুন: