• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশের প্রথম জয়ে মাশরাফি-তামিমদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:২৭, ১৪ মার্চ ২০২২

আপডেট: ১৯:২৮, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশের প্রথম জয়ে মাশরাফি-তামিমদের অভিনন্দন

নারী ক্রিকেট দল

নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের কীর্তি গড়েছে নারী ক্রিকেট দল। সোমবার (১৪ মার্চ) হ্যামিল্টনে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা শেষ পর্যন্ত পাকিস্তানকে ৯ রানে হারিয়েছেন। গড়েছেন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের ইতিহাস। ঐতিহাসিক এ জয়ে পর  অভিনন্দনের জোয়ারে ভাসছেন জ্যোতি-সালমারা।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মেয়েদের ইতিহাস গড়া জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা  জানিয়ে তিনি লিখেছেন, 'মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জয়যাত্রা শুরু হলো পাকিস্তানকে হারিয়ে।'

আরও পড়ুন:

 

'নড়াইল এক্সপ্রেস' আরও লিখেছেন, 'মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জয়যাত্রা শুরু হলো পাকিস্তানকে হারিয়ে। কি দারুণ মিল। নারী বিশ্বকাপে ব্যাটসম্যানদের পরে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেলো বাংলাদেশ নারী দল। সত্যিই অসাধারণ এক ম্যাচ জিতে গেলো বাংলাদেশ।'

দক্ষিণ আফ্রিকা সফররত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী টাইগার্সদের জন্য থাকলো অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।’

সাকিব আল হাসান লিখেছেন, 'প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।'

মুশফিকুর রহিম লিখেছেন, ‘ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পাওয়ায় টাইগ্রেসদের অভিনন্দন। প্রথম জয় সবসময় বিশেষ! দারুণ এক ম্যাচ। আমাদের দলের জন্য গর্ব হচ্ছে।’

সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন।মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিজেদের অভিষেক টুর্নামেন্টেই প্রথম জয় পেল বাংলাদেশ।’

অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া হলেও ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স উপহার দিয়ে পরাজয় বরণ করলেও পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে বাঘিনীরা।

বাংলাদেশের ছেলেরা নিজেদের প্রথম বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে। সোমবার পাকিস্তানকে হারিয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ নারী দল।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2