ইরানকে হারিয়েছে বাংলাদেশ

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় খেলা। ম্যাচের মাত্র ৪ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় ইরান। ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিংয়ের বাইরে থাকা ইরান শুরুতে ভয় ধরিয়ে দিলেও সময়ের সঙ্গে সঙ্গে ছন্দে ফেরেন বাংলাদেশের খেলোয়াড়রা। গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল আলমের হ্যাটট্রিকে ইরানকে ৬-২ গোলে হারিয়ে এএইচএফ কাপ হকির সেমিফাইনালে উঠেছে ইমান গোবিনাথান কৃষ্ণমূর্তির দল।
পুল 'বি'-তে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দুই ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া ওমানের অবস্থান দুই নম্বরে। গ্রুপের অন্য তিন দলের মধ্যে ইন্দোনেশিয়া ও ইরানের পয়েন্ট তিন, সিঙ্গাপুরের শূন্য। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী ওমানের মুখোমুখি হবেন রাসেল মাহমুদ জিমিরা।
এবারের আসরে আগের দুই ম্যাচেও দাপুটে জয় পায় বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে ৭-২ এবং সিঙ্গাপুরকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া বাংলাদেশ পিছিয়ে যায় ম্যাচের চার মিনিটে। মোহাম্মদ আলি সালেহিপোরের হিট পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও আটকাতে পারেননি গোলরক্ষক আবু সাইদ নিপ্পন। পিছিয়ে যাওয়া বাংলাদেশ সমতা আনে নবম মিনিটে। পেনাল্টি কর্নার থেকে ড্রাগ ফ্লিকে গোল করেন আশরাফুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে থাকে ইরান। তবে ২৯ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নারের মাধ্যমে গোল করলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই খোরশেদুর রহমান ব্যবধান বাড়ান। ৩৬ মিনিটে নিখুঁত কোনাকুনি ফ্লিকে মিলন হোসেনের গোলে চালকের আসনে বসে বাংলাদেশ। ৩৯ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করার একটু পরই ব্যবধান কমান ইরানের নাভিদ তাহেরিরাদ। এক গোল পরিশোধ করলেও বাংলাদেশকে আর পরীক্ষায় ফেলতে পারেনি তারা। উল্টো শেষ কোয়ার্টারে রোমান সরকার গোল করলে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।
বিভি/এনএম
মন্তব্য করুন: