সাকিব-তামিমদের পাওয়ার হিটিং কোচ হলেন মরকেল

সাকিব-তামিমদের পাওয়ার হিটিং কোচ অ্যালবি মরকেল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেল। টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই পরীক্ষা শুরু হবে মরনে মরকেলের ভাইয়ের।
মঙ্গলবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘মরকেল অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। আমরা আশা করছি ব্যাটাররা তার শিক্ষা নিয়ে উপকৃত হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগও দিয়েছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার।
পাওয়ার প্লেতে বাংলাদেশের রান তোলার গতি বরাবরই প্রশ্নবিদ্ধ। গত বিপিএলের পর একজন পাওয়ার হিটিং কোচ নিয়োগের আলোচনা উঠেছিল। অ্যালবি মরকেলকে দিয়ে এই যাত্রা শুরু করল বাংলাদেশ।
বাংলাদেশ দলের কোচিং স্টাফে প্রোটিয়াদের আধিক্য রয়েছে। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালন ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। এবার কোচিং প্যানেলে যুক্ত হলেন আরেক দক্ষিণ আফ্রিকান অ্যালবি মরকেল। আর প্রধান কোচ হিসেবে তো রাসেল ডোমিঙ্গো আছেনই।
উল্লেখ্য, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৮ মার্চ। এর আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশি ক্রিকেটারদের।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: