যত ম্যাচ হেরেছি সেগুলোর দায়িত্ব নিতে হবে ডমিঙ্গোকে: মাশরাফি

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা
‘ডমিঙ্গোর সঙ্গে আমার তেমন কাজের অভিজ্ঞতা নেই। তবে যত ম্যাচ হেরেছি সেগুলোর দায়িত্ব তার নিতে হবে। অনেকগুলো ম্যাচ জেতার কথা ছিল, যা আমরা জিততে পারিনি। হ্যাঁ, নিউজিল্যান্ডে জেতার কথা ছিল না। আমি মনে করি, তার ব্যর্থতার পাল্লা ভারি। বাংলাদেশ দল নিয়ে এক্সপেরিমেন্টের (পরীক্ষা-নিরীক্ষার) জায়গা নেই।’ বৃহস্পতিবার (১৭ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার জন্য অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এসব কথা বলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি মনে করেন দক্ষিণ আফ্রিকায় ডমিঙ্গোর চেনা কন্ডিশন হওয়ায় ভালো করার সুযোগ আছে দলের। এছাড়া ম্যাশের মতে, দলের সর্বশেষ হারগুলোর দায়ও ডমিঙ্গোর। ওয়ানডে সুপার লিগে তামিম ইকবালের দল শ্রীলংকা, আফগানিস্তানের বিপক্ষে একটি করে ম্যাচ হেরেছে। নিউজিল্যান্ডে জয়ের কাছে গিয়ে হেরেছে। মাশরাফি মনে করেন, ওই ম্যাচগুলো বাংলাদেশের জেতা উচিত ছিল।
মাশরাফি মনে করেন, পেস বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডের থেকে যথেষ্ট পাওয়ার আছে দলের। তিনি সফল ক্যারিয়ার পার করেছেন। কোচ হিসেবেও পরিক্ষীত। তার সঙ্গে সমন্বয় হলে দল ভালো কিছু পাবে বলে আশা সাবেক এই অধিনায়কের। এছাড়া দলের সঙ্গে সাকিবের যোগ দেওয়া স্বস্তির বলেও উল্লেখ করেন তিনি।
মাশরাফি বলেন, ‘সাকিব সংকট নিয়ে বোর্ড ভালো বলতে পারবে। ওর মানসিক কন্ডিশন এখন কেমন সেটা বাহির থেকে আমার পক্ষে বলা কঠিন। তবে শেষ পর্যন্ত তাকে পাওয়া দলের জন্য স্বস্তির। ভিন্ন কন্ডিশনে তার জায়গায় অতিরিক্ত ব্যাটার-বোলার নিতে গেলে সমস্যায় পড়তে হয়। ওর মতো প্রোপার অলরাউন্ডার দলে আছে সেটার সুবিধা দল পাচ্ছে, এটা বড় ব্যাপার।’
বিপিএলের পর ডিপিএলে খেলবেন মাশরাফি। ঢাকার এই আসরে অংশ নেওয়া আনন্দের বলেও উল্লেখ করেন তিনি। দেখা হয় স্থানীয় অনেক ক্রিকেটারের সঙ্গে। কোনো লক্ষ্য নির্ধারণ করে খেলছেন না ওয়ানডে ফরম্যাটে দেশকে সর্বোচ্চ জয় এনে দেওয়া ম্যাশ। তার ইনজুরি সংশয় আছে। ব্যাক হিলে অপারেশনের কথা ছিল। তবে ডানহাতি পেসার জানান, নয় মাস মাঠের বাইরে থাকতে হবে ভেবে অস্ত্রোপচার করাননি। অদৃশ্যে ধুঁকে ধুঁকে চলা ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কাও ছিল।
বিভি/এইচএস
মন্তব্য করুন: