• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দারুন জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

প্রকাশিত: ১০:০৯, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দারুন জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে পা দিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে তুরস্কে স্বাগতিক গালাতাসারাইকে - গোলে হারিয়েছে কাতালানরা। ন্যু ক্যাম্পে প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে - গোলের অগ্রগামীতায় জয় বার্সেলোনার।

সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। পুরো ম্যাচে ৬৭ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার। প্রতিপক্ষের পোস্টে ১৯ শটের চারটি রাখে লক্ষ্যে। ৩৩ ভাগ বলের দখল নিয়ে নয় শটের তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় গালাতাসারাই।

প্রথম লেগ ড্র হওয়ায় ফিরতি লেগে দুই দলেরই জয়ের বিকল্প পথ ছিল না। সে লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল গালাতাসারাই। ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। চিচালদাওয়ের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কাও। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৩৯ মিনিটে পেদ্রির দারুন গোলে সমতায় ফেরে জাভির দল। সমতায় ফিরে ম্যাচেত নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে দলীয় প্রচেষ্টায় ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গোল করেন পিয়েরে এমরিক অবামেয়াং। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর ঘুরে দাঁডাতে পারেনি গালাতাসারাই।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2