প্রথম ম্যাচে টস হারলেন তামিম, ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টস
দীর্ঘ ৫ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে বাংলাদেশ দল। এই সফরে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে টাইগাররা। এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে আজ। সেঞ্চুরিয়ানের মাঠে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছেন তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছেন প্রোটিয়া সেনাপতি টেম্বা বাভুমা।
এই সিরিজে সুপার লিগে এগিয়ে থাকার সুবিধা নিতে চাইবে বাংলাদেশ। টাইগার সেনাপতি তামিম ইকবাল রয়েছেন দারুণ শুরুর অপেক্ষায়। আর স্বাগতিকদের অধিনায়ক টেম্বা বাভুমার শক্তি দেখানোর পালা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধি.), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কাইলি ভ্যারানে, জানেমান মালান, টেম্বা বাভুমা (অধি.), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, এন্দিলে ফেহলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিদি।
বিভি/এজেড
মন্তব্য করুন: