• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পার্টনারশিপের নতুন রেকর্ড গড়ে ফিরলেন তামিম-লিটন

প্রকাশিত: ১৮:৪৫, ১৮ মার্চ ২০২২

আপডেট: ১৮:৫৫, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পার্টনারশিপের নতুন রেকর্ড গড়ে ফিরলেন তামিম-লিটন

তামিম ইকবাল

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডে খেলছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে করে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড গড়েছেন তামিম-লিটন।

অবশ্য রেকর্ডের পর এই জুটি বেশি দূর এগোতে পারেনি। অ্যান্দিলে ফেহলুকায়োর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে যখন তামিম (৪১) ফিরে গেছেন তখন স্কোরবোর্ডে যোগ হয়েছে ৯৫ রান। এর আগে ২০১৭ সালে মুশফিক ও ইমরুল কায়েস গড়েছিলেন ৯৩ রানের জুটি।  

তামিম ফেরার পর বেশিক্ষণ থিতু হতে পারেননি লিটন দাসও। কেশব মহারাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান লিটন। যাওয়ার আগে ৬৭ বলে ৫০ রানের ইনিংস খেলেন। এটা তার ক্যারিয়ারের ৫ম ফিফটি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে বাংলাদেশ।  সাকিব আল হাসান ১০ ও মুশফিকুর রহিম ৬ রানে ক্রিজে আছেন। 

বাংলাদেশ ঘরের মাঠে খেলা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল নিয়েই নেমেছে। তবে ফিটনেস জটিলতার কারণে দক্ষিণ আফ্রিকার দলে নেই ওপেনার কুইন্টন ডি কক। তার জায়গায় খেলছেন কাইল ভারায়েনে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধি.), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

দক্ষিণ আফ্রিকা একাদশ : কাইলি ভ্যারানে, জানেমান মালান, টেম্বা বাভুমা (অধি.), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, এন্দিলে ফেহলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিদি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2