শরিফুলকে আইপিএলে নিতে বললেন ভারতীয় ক্রিকেটার

শরিফুল ইসলাম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরু হবে আগামী ২৫ মার্চ। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন শুধুমাত্র মুস্তাফিজুর রহমান। তবে আরেক ক্রিকেটারকেও দলে নিতে বললেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে নাম লেখানো ইংলিশ তারকা পেসার মার্ক উড ইনজুরিতে পড়েছেন। তার জায়গায় টাইগার পেসার শরিফুল ইসলামকে দলে নিতে লক্ষ্ণৌর কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন আকাশ চোপড়া।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে ডান হাতে চোট পান উড। পরে এক্স-রে রিপোর্টে ইতিবাচক কিছু পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ইনজুরি থেকে সেরে উঠতে ইংলিশ পেসারের কয়েক সপ্তাহ লেগে যাবে। এতে ক্যারিবীয় সফর শেষ হয়ে গেছে উডের। সেই সঙ্গে আসন্ন আইপিএলে খেলার আশাতেও ইতি ঘটেছে তার।
২০২২ মেগা নিলামে থেকে তাকে সাড়ে ৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তবে তাদের আশায় গুঁড়েবালি। ইতোমধ্যে তার বিকল্পের সন্ধানে নেমেছে ফ্র্যাঞ্চাইজিটি। উডের বদলি হিসেবে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে সাজেশান দিয়েছেন আকাশ।
শরিফুলের পাশাপাশি কেন রিচার্ডসন, সাকিব মাহমুদ, ব্লেসিং মুজারাবানি, নাভিন উল হকদেরও উডের বিকল্প হিসেবে দেখছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, সবশেষ বিপিএলে দারুণ বোলিং করেছে শরিফুল। ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছে। মূলত স্লগ ওভারে দুর্দান্ত বল করেছে। নিয়ন্ত্রিত, আটসাঁট বোলিংয়ে রান বেঁধে রেখেছে। নিয়মিত ব্যাটারদের পরাস্ত করেছে। ধারাবাহিকভাবে উইকেটও শিকার করতে পারে। ফলে উডের ভালো বিকল্প হতে পারে সে।
বিভি/এজেড
মন্তব্য করুন: