চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতল পাকিস্তান

শিরোপা নিয়ে পাকিস্তানী ক্রিকেটারদের উল্লাস
ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। তবে এটা নরমাল কোনো টুর্নামেন্ট না। অন্ধদের নিয়ে আয়োজিত ব্লাইন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
শনিবার (১৯ মার্চ) শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টুর্নামেন্টে অংশ নেয়া আরেক দল ছিল বাংলাদেশ।
এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রানের পাহাড়সহ স্কোর গড়ে পাকিস্তান। বদর মুনির মাত্র ২৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। ৫ চার ও ১ ছক্কায় সাজানো তার ইনিংসটি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে সবকটি ওভার খেলে ১৫৮ রান তুলতে সক্ষম হয় ভারত। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনও ভারতীয় ব্যাটারই হাত খুলে খেলতে পারেননি।
এতে ট্রফি উঁচিয়ে ধরে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দল।
অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন বদর। এ নিয়ে এই টুর্নামেন্টে চিরশত্রু ভারতকে ৩ ম্যাচে হারাল মেন ইন গ্রিনরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: