মিরাজের পর সাকিবের শিকারেও ম্যাচে ফিরছে না টাইগাররা

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা জয় দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে টপঅর্ডারদের ব্যর্থতায় আসেনি বড় সংগ্রহ। ১৯৫ রানের মামুলি টার্গেট ছুড়ে দিয়েছে স্বাগতিকদের। জয়ের লক্ষ্যে নিরাপদেই এগিয়ে যাচ্ছে প্রোটিয়ারা।
জানেমান মালানকে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছেন আগের ম্যাচে না খেলা কুইন্টন ডি কক। ঝড়ো ব্যাটিং করে তুলে নেন ফিফটি। ৪১ বলে ৬২ রান করে সাকিবের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।
শুরুতে ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরানো গেছে মালানকে। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৪০ বলে করেছেন ৪০ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জয় থেকে আর মাত্র ৯০ রান দূরে থেকে ব্যাটিং করছেন কাইলি ভ্যারানে (১২) ও টেম্বা বাভুমা (২)।
বিভি/এজেড
মন্তব্য করুন: