তাসকিন জানিয়ে দিলেন আইপিএলে খেলবেন না

তাসকিন আহমেদ
আগামী ২৭ মার্চ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশতম আসর। এর আগে দল গোছানোর জন্য সম্পন্ন হয়েছে মেগা নিলাম। সেখানে মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের আর কাউকে ভেড়ায়নি কোনো দল। কিন্তু বিপিএল, আফগান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগারদের পারফরম্যান্স দেখে একাধিক ক্রিকেটারকে দলে নিতে চাচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
সম্প্রতি লক্ষ্ণৌ সুপার জায়ান্ট তাদের দলে ভেড়ানোর জন্য তাসকিন আহমেদকে বেছে নিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাসকিনকে বিসিবির কাছে চেয়েছে। কিন্তু তাসকিন আহমেদ এখন আছেন দক্ষিণ আফ্রিকা সফরে। এখনো একটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলে তারপর দেশে ফিরবে টাইগাররা।
এরই মধ্যে তাসকিনের এই খবরে ক্রিকেটপাড়া বেশ চাউর হয়েছে। তবে তাসকিন জানিয়েছেন তিনি দল পেলেও আইপিএলে খেলবেন না। তাসকিনের বিষয়ে এসব তথ্য জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, তাসকিনকে লক্ষ্ণৌ দল চেয়েছিলো। সেটা বিসিবিকে বিসিসিআই জানিয়েছে। লক্ষ্ণৌদলও জানিয়েছে।কিন্তু তাসকিন এখন দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে। এখানে একটা ওয়ানডে ম্যাচ বাকি আছে দুটি ইম্পর্ট্যান্ট টেস্ট ম্যাচ আছে। আমরা এখন চাইবো না এই সিরিজ বাদ দিয়ে আইপিএলে যাক।
তিনি আরও জানান, আমরা তাসকিনকে বলেছি এই সিরিজটা কন্টিনিউ করতে। সে এই সিরিজে অ্যাভাইলেবল। তাকে আমরা অনুমতি দেইনি।
আইপিএলে খেললে ব্যক্তিগত ক্যারিয়ার সম্বৃদ্ধ হতে পারতো কিনা এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, জাতীয় দলের কমিটমেন্ট সবার আগে। সে জাতীয় দলে খেলেই এ পর্যন্ত এসেছে। আমাদের কাছে জাতীয় স্বার্থ সবার আগে। আমার মনে হয় সে জাতীয় দলে নিয়মিত পারফর্ম করলে ভবিষ্যতে এ ধরণের সুযোগ আরো পাবে।
তাসকিনের সঙ্গে আইপিএল সংক্রান্ত আলাপ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাসকিনের সঙ্গে কথা হয়েছে। তাকে আমরা বুঝিয়েছি। সে বুঝেছে। তাসকিন জানিয়ে দিয়েছে সে আইপিএলে খেলছে না।
আইপিএল বাংলাদেশের ক্রিকেটারদের নেয়ার ইচ্ছা পোষণ করছে, এটাকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে বিবসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, এই ইচ্ছা পোষণটা আরো আগে করলে ভালো হতো। তারা গুরুত্ব দিচ্ছে কিন্তু আরো আগে দিলে ভালো হতো। ওই সময় তো তারা সাকিবকেও গুরুত্ব দেয় নাই। সাকিব যেখানেই খেলুক, সে এমন একটা প্লেয়ার তাকে প্রথম থেকেই কল করা উচিৎ ছিলো। আমরা মনে করি আইপিএলের এই ধরণের আচরণ সাকিবের প্রাপ্য না।
বিভি/এজেড
মন্তব্য করুন: