একদিনেই তিন সেঞ্চুরি দেখলো ঢাকা লিগ

শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান ও শামীম পাটোয়ারী
জাতীয় দল ব্যস্ত রয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে বেশ চনমনেই আছেন ক্রিকেটাররা। কেননা তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে ১-১ সমতায় আছে টাইগাররা। প্রথম ম্যাচে জয় পেয়ে ফুরফুরে মুডে দিন কাটাচ্ছেন তামিম-সাকিবরা। অন্যদিকে বাকি ক্রিকেটাররা ব্যস্ত রয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে।
সোমবার (২১ মার্চ) লিগে মোট শতক এসেছে। দুটি ম্যাচের খেলায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন আবাহনী লিমিটেডের শামীম হোসেন পাটোয়ারী, লিজেন্ড অব রূপগঞ্জের রাকিবুল হাসান এবং প্রাইম ব্যাংকের শাহাদাত হোসেন দিপু। দুইটা ম্যাচই অনুষ্ঠিত হয়েছে সাভারের বিকেএসপিতে।
আবাহনীর হয়ে সিটি ক্লাবের বিরুদ্ধে ঝড়ো ইনিংস খেলে মাত্র ৬৩ বলে শতক তুলে নেন শামীম। এটা তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের প্রথম শতক। প্রাইম ব্যাংকের বিরুদ্ধে অভিজ্ঞ রাকিবুল শতক হাঁকানোর পরও দলকে জেতাতে পারেননি। কেননা পরের ইনিংসে শক হাঁকিয়ে দলকে জেতান প্রাইম ব্যাংকের শাহাতাদ হোসেন দিপু।
ছয় নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং করে আবাহনীকে ৩০৯ রানের বড় সংগ্রহ এনে দেন শামীম। পরে আরাফাত সানি ও মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং তোপের মুখে ৪২ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব, ১১১ রানের বিশাল জয় পায় আবাহনী।
বিকেএসপির চার নম্বর মাঠে ১২৫ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১২১ রান করেন রাকিবুল হাসান। তার সঙ্গে নাঈম ইসলামের ৯১ রানে ৫ উইকেটে ২৬৫ রান তোলে রূপগঞ্জ। তবে এই রানে দলের হার এড়ানো সম্ভব হয়নি। ঝলমলে এক সেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন প্রাইম ব্যাংকের ওপেনার শাহাদাত হোসেন দিপু। ১৪৫ বলে ৯টি চার ও একটি ছক্কায় ১৩১ রানে অপরাজিত থাকেন দিপু।
দিনের অপর খেলায় ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডের মাঠে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। এই ম্যাচে কোনো শতক না আসলেও ভারতের গুরিন্দর সিং একটি দারুণ অলরাউন্ডারিং ইনিংস খেলেছেন। ব্যাট হাতে ৫৪ রানের পর বল হাতে নিয়ে নেন ৩টি উইকেট ।
শুরুতে ব্যাটিং করে ২৪৬ রান করে গাজী গ্রুপ। জবাবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি গুটিয়ে যায় ১৬০ রানে। ৮৬ রানে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে। ৩ ম্যাচ খেলে সবকটি জিতে শীর্ষে আছে প্রাইম ব্যাংক। দুই ম্যাচের দুটি জিতে দুইয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী দুটি ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে আছে চারে। তিন ম্যাচে ১ জয় নিয়ে পাঁচে আছে রূপগঞ্জ।
বিভি/এজেড
মন্তব্য করুন: