নারী বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টস করছেন মিতালী রাজ ও নিগার সুলতানা
নিউজিল্যান্ডের হ্যামিল্টনে স্যাডন পার্কের পাঠে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের আগে টস হেরেছেন বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন মিতালী রাজ।
টুর্নামেন্টে বাংলাদেশের এটা ৫ম ম্যাচ। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩২ রানে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ রানে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে হেরেছে। আরপাকিস্তানের বিরুদ্ধে ৯ রানের জয়ে ২টি পয়েন্ট সংগ্রহ করেছে।
অন্যদিকে ৫টি ম্যাচ খেলা ভারতের জয় দুটি। পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানে জয় পেয়েছে স্মৃতি মান্দানারা। আর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের নারী দলের কাছে হেরে মাঠ ছেড়েছে। আজ তাদের ষষ্ঠ ম্যাচ।
বাংলাদেশ একাদশ : শারমীন আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিহার সুলতানা জ্যোতি,রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও জাহানারা আলম।
ভারতীয় একাদশ : স্মৃতি মান্দানা, শেফালী ভার্মা, স্বস্তিকা ভাটিয়া, মিতালী রাজ, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ,পূজা ভাস্ত্রকর, স্নেহা রানা, ঝুলন গোস্বামী, পুনম যাদব ও রাজেশ্বরী গায়কৌড়।
বিভি/এজেড
মন্তব্য করুন: