সিরিজ জয়ের মিশনে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে না পারায় দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে এক-এক সমতায় বাংলাদেশ। তাই সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচে যে জিতবে ট্রফি তার ঘরেই যাবে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে হওয়ায় জয়ের আশা করতেই পারে বাংলাদেশ।
সাকিবের পুরো পরিবার অসুস্থ থাকা সত্ত্বেও দলের সাথে থেকে খেলবেন তৃতীয় ওয়ানডে। মিশন একটাই প্রোটিয়াবধ। সাকিবের এই ত্যাগটা হয়ত পুরো দলকে উজ্জীবিত করবে।
নিজেদের ঠিক রাখাতে তৃতীয় ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে তামিমের দল। প্রোটিয়া কন্ডিশন জয় করে ট্রফি নিজেদের করাই একমাত্র লক্ষ্য। প্রথম ম্যাচে সম্মিলিত প্রচেষ্ঠায় জয় এলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে সিনিয়ির ক্রিকেটারদের ব্যটিং ব্যর্থতায় শুরুতেই বিপর্যয়ে পরে বাংলাদেশ। তাই, তৃতীয় ম্যাচে সিনিয়রদের ব্যর্থতা কোন ভাবেই কামনা করছে না কোটি বাঙ্গালি। তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ নামতে পারে অপরিবর্তিত একাদাশ নিয়ে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: