• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তাসকিন ছাড়া গত ১০ বছরে যে রেকর্ড গড়তে পারেনি কেউ

প্রকাশিত: ২০:৩০, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
তাসকিন ছাড়া গত ১০ বছরে যে রেকর্ড গড়তে পারেনি কেউ

উইকেট শিকারের পর তাসকিনের উল্লাস

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ বুধবার (২৩ মার্চ) ৫ উইকেট শিকারের দারুণ কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ ম্যাচে তাসকিনের পেসে এলোমেলো হয়ে পড়ে প্রোটিয়দের ব্যাটিংলাইন। এমনকি শুরুতে ব্যাটিং করে গুটিয়ে গেছে মাত্র ১৫৪ রানে। 

আর এরই মধ্যে দিয়ে এক দারুণ কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ১০ বছরের ইতিহাসে কেউই ৫ উইকেট শিকারের কীর্তি গড়তে পারেননি কোনো বোলার। সেটা আজ গড়ে দেখালেন টাইগার পেসার।

সেঞ্চুরিয়ানে শুরুতে কেইলি ভ্যারানেকে সরাসরি বোল্ড করে খাতা খোলেন তাসকিন। এরপরের ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা জানেমান মালানকে ফেরান এই পেসার। নিজের তৃতীয় শিকারে ডুইয়ান প্রিটোরিয়াসকে বেছে নেন তাসকিন। এরপর ২৯তম ওভারে ডেভিড মিলার ও কাগিসো রাবাদকে শিকার করেন তাসকিন।

এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ ৫ উইকেট শিকার করেছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছিলেন মালিঙ্গা। ১০ বছর পর সেই তালিকায় নাম ওঠালেন তাসকিন।

১৯৯৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। ৩০ বছরের ইতিহাসে মাত্র ২২ জন বোলার আফ্রিকার এই দেশটিতে ৫ উইকেট শিকারের স্বাদ নিয়েছেন। তাদের মধ্যে তাসকিন একজন।

অবশ্য সর্বোচ্চ ৭টি করে উইকেট নিয়েছেন অ্যান্ড্রু বিকেল এবং গ্লেন ম্যাকগ্রা। সেটাও ২০০৩ বিশ্বকাপে। ওয়াসিম আকরাম, ওয়াকার উইনুস, ম্যাকগ্রা, শেন বন্ড, চামিন্দা ভাস, ব্রেট লি ও জেমস অ্যান্ডানসনদের মতো বোলাররা এই মাটিতে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। আজ সেই তালিকায় নাম লিখিয়েছেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2