চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়ার ঘোষনা ধোনির

দু’দিন পরই শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল। হঠাৎই চেন্নাই সুপার কিংস-এর নেতৃত্ব ছাড়ার ঘোষনা দিয়েছেন ধোনি। জানা গেছে, ধোনির পরিবর্তে দলের নেতৃত্বে আসছেন রবীন্দ জাদেজা। রবীন্দ্র জাদেজা হবেন তৃতীয় ব্যাক্তি যিনি সুরেশ রায়না এবং ধোনীর পর চেন্নাইয়ের নেতৃত্ব দিবেন।
চেন্নাই সুপার কিংস-এর কাসি বিশ্বনাথন ক্রিকইনফোনে বলেন, ধনীর এই সিদ্ধান্তে ফ্রান্সাইজি হতবাক নয়। কারন, ধোনি চাচ্ছিল যে তার দায়িত্বভার সুন্দরভাবে কারো কাছে অর্পন করতে। সেক্ষেত্রে ধোনি জাদেজাকেই পছন্দ করছিল।
ধোনী গত সপ্তাহেই ট্রেনিং সেশনে যাওয়ার আগেই টিম ম্যানেজমেন্টকে বিষয়টি জানিয়েছিল বলেও জানায় কাসি বিশ্বনাথন। তিনি বলেন, ধোনীর মতে, জাদেজাকে দায়িত্ব দেওয়ার এটাই উপযুক্ত সময় কারন এটা তার ক্যারিয়ারের প্রাইম টাইম।
২৬ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে জাদেজার চেন্নাই সুপার কিংস।
উল্লেখ্য, ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে ধোনীর নেতৃত্বে চেন্নাই চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।
বিভি/এসআই
মন্তব্য করুন: