দেশে ফিরেছেন সাকিব

বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান
পরিবারের সদস্যদের অসুস্থতার মধ্যেও ঐতিহাসিক সিরিজ জয় এনে দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেঞ্চুরিয়নে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচ শেষেই ঢাকা উদ্দেশ্যে বিমানে উঠেনে তিনি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগার অলরাউন্ডার। তবে পরিস্থিতি বুঝে তিনি চলতি টেস্ট সিরিজে অংশ নিতে আবারও দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন তিনি। সেক্ষেত্রে ৩১ মার্চ শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকায় সব ঠিক থাকলে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরুর আগে সেখানে হাজির হবেন সাকিব।
গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে ভর্তি। এমন সময় সাকিব দলের সঙ্গ ত্যাগ না করে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে বলে সম্মতি দিয়েছিলেন।
প্রায় ২০ বছরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবারের ঐতিহাসিক সিরিজ জয়ে সাকিবের বড় অবদানও ছিলো। তবে সাকিবের পারিবারিক অবস্থা বিবেচনা করে বোর্ড আরও আগেই তাকে ছুটি দিয়েছিলো।
বিভি/এইচএস
মন্তব্য করুন: