মেসি-দি মারিয়া ঝলকে আর্জেন্টিনার কাছে পাত্তাই পেলোনা ভেনেজুয়েলা

উল্লাস করছে মেসি-ডি মারিয়ারা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় পেল আর্জেন্টিনা। দলে ফিরেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। ঝলক দেখালেন তার পিএসজি সতীর্থ আনহেল দি মারিয়াও।
শনিবার (২৬ মার্চ) ঘরের মাঠ লা বোম্বোনেরায় ৩-০ গোলের বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আলবিসেলেস্তেদের বাকি গোল করেছেন স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেস।
শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেললেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না আর্জেন্টিনা। তবে প্রথমার্ধের বিরতির ঠিক ১০ মিনিট আগে দে পলের ক্রস থেকে গোল করে সেই আক্ষেপ ঘুচিয়ে দেন গঞ্জালেস।
দ্বিতীয়ার্ধেও একইভাবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। এরপর আনহেল দি মারিয়া ১২ মিনিটের ব্যবধানে নিজে গোল করার পাশাপাশি নিজের পিএসজি সতীর্থ মেসিকে দিয়ে এক গোল করিয়েও নেন।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় অবস্থানে রইল আর্জেন্টিনা। আর ১৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিদায় অনেক আগেই নিশ্চিত ছিল ভেনেজুয়েলার।
বিভি/এইচএস
মন্তব্য করুন: