স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে লাল দলের বড় সংগ্রহ

বাংলাদেশ লাল দল ও বাংলাদেশ সবুজ দল
স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ। প্রতিবছরের ন্যায় এবারও প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এ প্রদর্শনী ক্রিকেট ম্যাচটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়।
প্রতি বছর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এই প্রীতি ম্যাচ হলেও এবার সংস্কারের কাজ চলায় একাডেমি মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ ম্যাচটি। সাবেক তারকা ক্রিকেটাররা বিসিবি সবুজ ও বিসিবি লাল দলে ভাগ হয়ে এই ম্যাচটিতে খেলছেন। ম্যাচে রয়েছে- আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, হাসিবুল হোসেন শান্তদের মতো দেশের বড় তারকা ক্রিকেটাররা।
এদিকে টস জিতে মিনহাজুল আবেদীন নান্নু’র নেতৃত্বে লাল দল শুরুতে ব্যাটিং নেয়।
শেষখবর পাওয়া পর্যন্ত ১৬ ওভারে লাল দলের সংগ্রহ ৪ উইকেট ২১৫রান।
বাংলাদেশ লাল দল
লাল দলের নেতৃত্ব দিচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম গোল্লা, আকরাম খান, মুশফিকুর রহমান, নাঈমুর রহমান দুর্জয়, গোলাম নওশের প্রিন্স, জামাল উদ্দিন বাবু, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, হাসানুজ্জামান, শফিউদ্দিন বাবু, মাহমুদুল হাসান রানা।
কোচ: ওয়াহিদুল গনি, ম্যানেজার: সাজ্জাদ আহমেদ শিপন
বাংলাদেশ সবুজ দল
নীল দলের নেতৃত্ব দিচ্ছেন খালেদ মাসুদ পাইলট, এ দলে আরো আছেন মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, জাহাঙ্গীর আলম, এহসানুল হক সেজান, রফিকুল ইসলাম, নিয়ামুর রশিদ রাহুল, হারুনুর রশিদ লিটন, এনামুল হক মনি, মো. সেলিম, সাইফুল্লাহ খান জেম, আনিসুর রহমান, আলমগীর কবির, তালহা জুবায়ের, ফয়সাল হোসেন ডিকেন্স।
কোচ: দিপু রায় চৌধুরী, ম্যানেজার: গোলাম ফারুক চৌধুরী সুরু
বিভি/এসএম/এইচএস
মন্তব্য করুন: