রাতে পর্দা উঠছে আইপিএল’র; মুখোমুখি দুই নতুন কাপ্তান

বাংলাদেশ সময় রাত আটটায় পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)’র। আসরের প্রথম ম্যাচেই ওয়াংখেড়ে স্টেমিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। গত আসরে ধোনির হাত ধরে শিরোপা ধরে তুলেছিল চেন্নাই সুপার কিংস।
আসরের প্রথম ম্যাচেই দলের নেতৃত্বে পরিবর্তন দেখতে পাবেন দর্শক। ধোনির পরিবর্তে চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা এবং কলকাতা নাইট রাইডার্স এর নেতৃত্বে থাকবেন শ্রেয়াস আইয়ার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হওয়া এই মহাড়নে উভয় দলনেতাকেই কিছুটা বেগ পেতে হবে। ভিসা জটিলতায় মঈন আলী এবং ইনজুরির কারনে চেন্নাই সুপার কিংস-এর প্রথম ম্যাচে দলে থাকছেন না পেসার দীপক হুদা।
অবশ্য একই সমস্যায় পড়তে হবে আইয়ারকেও। অ্যালেক্স হেলসের বদলি হিসেবে নেওয়া অ্যারন ফিঞ্চ এখনই দলের সাথে যোগ দিতে পারছেন না। ফলে টপ অর্ডার ভাবতে হবে শ্রেয়াস আইয়ারকে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: